রোববার সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালে শ্রীলংকার বিপক্ষে হেরে শিরোপা হাতছাড়া করে পাকিস্তান।

খেলা শেষে ভারতীয় এক সাংবাদিক পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজাকে প্রশ্ন করেন, সমথর্করা পাকিস্তানের এই দল নিয়ে খুশি নয়? এমন প্রশ্নের জবাবে মেজাজ হারান পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা।

তিনি ভারতীয় ওই সংবাদকর্মীর মোবাইল ফোন কেড়ে নেন। পরে অবশ্য ফোনটি ফিরিয়ে দেন।

ভারতীয় এক সাংবাদিক রমিজ রাজাকে বলেন, পাকিস্তানের এমন হারে দেশটির সমর্থকরা খুব মন খারাপ করেছে। তখন বেশ কড়া জবাব দিয়েছেন রমিজ রাজা। কথা কাটাকাটির একপর্যায়ে ভারতীয় সংবাদকর্মীর মোবাইল কেড়ে নেন তিনি। অবশ্য সেটি সাথে সাথে ফিরিয়েও দেন।

প্রশ্নের জবাবে রমিজ রাজা বলেন, পাকিস্তানের সমর্থকরা এই দল নিয়ে বেশ খুশি। আমাদের এই দল টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে সক্ষম। আমাদের লড়াই চালিয়ে যাওয়া উচিত, প্রতিযোগিতা বজায় রাখা উচিত এবং আমরা বড় ম্যাচ জিতব ইনশাআল্লাহ।