এশিয়া কাপ টি-টোয়েন্টি শিরোপা লড়াইয়ে আজ রোববার (১১ সেপ্টেম্বর) মাঠে নামছে দুই পরাশক্তি পাকিস্তান আর শ্রীলঙ্কা।

সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে গেলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী পাকিস্তান। অপরদিকে, ফাইনালে পাকিস্তানকে হারিয়ে দেশের জনগণকে শিরোপা উপহার দিতে চান লঙ্কান অধিনায়ক। আজ বাংলাদেশ সময় রাত আটটায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে দুই দল। শিরোপা নির্ধারণী ম্যাচে দু’দলে থাকছে একাধিক পরিবর্তন।

পাকিস্তান একাদশ
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফাখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, শাদাব খান, আসিফ আলি, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ হারিস রউফ এবং মোহাম্মদ হাসনাইন।

শ্রীলঙ্কা একাদশ
পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), ধনঞ্জয় ডি সিলভা, দানুসকা গুনাথিলাকা, ভানুকা রাপাকসে, দাসুন সাকা (অধিনায়ক), ওয়ানিদু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মহেশ থিকসানা, প্রমোদ মাদুশান, দিলশান মধুশঙ্কা।