গত কয়েক মাস ধরেই চলছে রোনালদোর দবদল গুঞ্জন। ম্যানইউ ছেড়ে রোনালদো কোথায় পাড়ি জমাবেন সেটি ছিল সবচেয়ে বড় প্রশ্ন।
ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই স্পোর্টসের মতে, ইতালিয়ান ক্লাব নাপোলির সঙ্গে পর্তুগিজ তারকার বিষয়ে কথা বলে যাচ্ছেন তার প্রতিনিধি জর্জ মেন্দেজ। এর আগে, চেলসি, বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, বরুশিয়া ডর্টমুন্ড, দুই মিলানসহ ইউরোপের সেরা পাঁচ লিগের একাধিক জায়ান্ট ক্লাব মুখ ফিরিয়ে নেয়ায় এখন পর্যন্ত নতুন ঠিকানা খুঁজে পাননি এই পর্তুগিজ তারকা।
মূলত চ্যাম্পিয়ন্স লিগ খেলতে রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চান। আর তাকে ইউরোপের ক্লাব ফুটবলের শ্রেষ্ঠ প্রতিযোগিতাটিতে লড়াই করার সুযোগ করে দিতে একের পর এক ক্লাবের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন তার প্রতিনিধি।
স্কাই স্পোর্টসের খবরে বলা হয়, কঠোর পরিশ্রমই করে যাচ্ছেন মেন্দেজ। শেষ পর্যন্ত তিনি পর্তুগিজ তারকাকে দল পাইয়ে দেয়ার ক্ষেত্রে সফল হন কিনা তাই দেখার অপেক্ষা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।