ক্রিকেটে বর্ণবাদের পর্যালোচনার রিপোর্ট প্রকাশের একদিন আগে পদত্যাগ করেছে ছয় সদস্য নিয়ে গঠিত ক্রিকেট স্কটল্যান্ডের বোর্ড। স্কটিশ ক্রিকেটে প্রাতিষ্ঠানিক বর্ণবাদের অভিযোগের সত্যতা রিপোর্টে তুলে ধরা হবে বলে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদন।

তদন্তের রিপোর্টের আগাম আভাস বুঝতে পেরে রোববার সকালে পরিচালকরা পদত্যাগ করেছেন। এক বিবৃতিতে তাদের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা সবাই সত্যিই দুঃখিত এবং স্কটল্যান্ডের ক্রিকেটে যারা বর্ণবাদ কিংবা অন্য যে কোনো বৈষম্যের শিকার, তাদের কাছে আমরা ক্ষমা চেয়েছি।

 

২০২১ সালের নভেম্বরে স্কাই স্পোর্টসে স্কটল্যান্ডের শীর্ষ উইকেটশিকারি মাজিদ হক প্রাতিষ্ঠানিক বর্ণবাদের অভিযোগ করেন। সাক্ষাৎকারে তিনি জানান, ক্যারিয়ারজুড়ে গায়ের রঙয়ের কারণে মাঠে ও ড্রেসিংরুমে সতীর্থদের কাছে ভিন্ন আচরণের শিকার হয়েছেন তিনি।

একই সময়ে ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্যারিয়ারে বর্ণবাদের অভিযোগ করেছিলেন আজিম রফিক।