এশিয়া কাপের জন্য নিজেদের ঝালিয়ে নিতে মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুই দলে বিভক্ত হয়ে ম্যাচ খেলছে বাংলাদেশের ক্রিকেটাররা। লাল ও সবুজ দলে বিভক্ত হয়ে লড়ছে ক্রিকেটাররা।
যেখানে লাল দলের নেতৃত্ব দিচ্ছেন সাকিব আল হাসান এবং সবুজ দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আফিফ হোসেনকে। এদিন মিরপুরে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লাল দলের অধিনায়ক সাকিব। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে হারিয়ে ১৬৫ রান করে বাংলাদেশ লাল দল। ম্যাচে ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি রান করেছেন সাকিব। ৩৮ রানে অপরাজিত ছিলেন এই অধিনায়ক।
এছাড়াও অষ্টম উইকেট জুটিতে সাকিবের সঙ্গে পঞ্চাশোর্ধ্ব জুটি গড়া মোসাদ্দেক অপরাজিত ছিলেন ২৯ রান করে। এছাড়াও ২১ রান এসেছে পারভেজ হোসেন ইমনের ব্যাট থেকে, মুশফিকুর রহিম করেছেন ২২ রান। আনামুল হক বিজয়ের ব্যাট থেকে ১৯ এবং সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ করতে পেরেছেন মাত্র ১২ রান।
সবুজ দলের পক্ষে তাসকিন সর্বোচ্চ ২ উইকেট শিকার করেন। ম্যাচে সাকিবকে দুই দলের হয়ে অধিনায়কত্ব করতে দেখা যায়। ব্যাটিংয়ে থাকাকালীন ফিল্ডিংয়ে থাকা সবুজ দলের ক্রিকেটারদের ফিল্ডিং ঠিক করে দিতে দেখা যায় সাকিবকে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।