বড় পর্দায় আসতে যাচ্ছে লিজেন্ডারি পাকিস্তানি বোলার শোয়েব আখতারের বাস্তব জীবনে ঘটে যাওয়া নানা ঘটনার গল্প। তার জীবন নিয়ে তৈরি হতে চলেছে চলচ্চিত্র, নাম ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস- রানিং অ্যাগেইনস্ট দ্য ওডস’।

১৯৯৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের শুরু শোয়েবের। বিশ্বের সবচেয়ে গতিশীল আন্তর্জাতিক পেসার খেলোয়াড়ি জীবনে তো বটেই, মাঠের বাইরেও নানা কাণ্ড ও কথায় বিতর্কিত হয়েছেন। তার এমনই ঘটনাবহুল জীবন এবার দেখা যাবে রিল জগতে।

 

রোববার এই সিনেমার টিজার প্রকাশিত হয়েছে, যেখানে ক্যাপশনে লেখা- ‘এই সুন্দর যাত্রার শুরু। আমার গল্প, আমার জীবন, আমার বায়োপিক, রাওয়ালপিন্ডি এক্সপ্রেস- রানিং অ্যাগেইনস্ট দ্য ওডস ঘোষণা করছি।’ শোয়েবের টুইটারে আরও লেখা,

‘যদি আপনি মনে করেন এরই মধ্যে অনেক কিছু জেনে গেছেন, তবে আপনি ভুল। এমন যাত্রায় আপনি আগে কখনও অংশ নেননি। কিউ ফিল্ম প্রডাকশনের একটি আন্তর্জাতিক প্রকল্প (এবং), একজন পাকিস্তানি ক্রীড়াব্যক্তিত্বকে নিয়ে প্রথম বিদেশি চলচ্চিত্র।

২৪ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে দেখা যায়, একটি রেললাইন, খুবই কুয়াশাচ্ছন্ন চারপাশ। ক্যামেরা জুম করে বোঝানো হচ্ছে- একজন রেললাইন ধরে ছুটছেন। তিনি আর কেউ নন- শোয়েব। তার মুখটা দেখানো হয়নি, জার্সির পেছনে নম্বর ১৪।

 

ওই টিজারে জানানো হয়েছে, ২০২৩ সালের ১৬ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি। পরিচালক মোহাম্মদ ফরাজ কায়সার, যার ২০১৬ সালে দেখা স্বপ্ন বাস্তব হতে চলেছে। শোয়েবের ভূমিকায় কে অভিনয় করবেন জানা যায়নি।

তবে বছর দুয়েক আগে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তার ইচ্ছা কোনোদিন তাকে নিয়ে বায়োপিক হলে সেটায় যেন অভিনয় করেন ভারতীয় অভিনেতা সালমান খান।