জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান আঙুলের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল সোমবার (৯ জুলাই) সিঙ্গাপুরের রেফেলস হাসপাতালে এই অস্ত্রোপচার করেন ডা. অ্যান্থনি ফু। দেবাশীষ চৌধুরী বলেন, সোহানকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল চোটের গভীরতা পর্যবেক্ষণ করতে। সেখানে ‘র্যাফেলস’ হাসপাতালে প্রখ্যাত শল্য চিকিৎসক ‘জনাথন গো’কে দেখান তিনি।
হাতের চোটের চিকিৎসার বিষয়ে জনাথন বিশেষজ্ঞ। তার চোটাক্রান্ত হাত দেখার পর তিনি সোমবার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। অস্ত্রোপচারটি সফলভাবে সম্পন্ন হয়েছে। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাঁ হাতের তর্জনীতে চোট পেয়েছিলেন সোহান। উইকেটকিপিংয়ের সময় পেসার হাসান মাহমুদের একটি বলে হাতে আঘাত লাগে তার। ফলে সিরিজ থেকে ছিটকে পড়েন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।