ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ও টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হওয়ার পর ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে তামিম বাহিনী।

ম্যাচ শেষে টাইগার অধিনায়ক তামিম ইকবাল জানালেন, জেতার জন্য প্রত্যেকটা ক্রিকেটারই ক্ষুধার্ত ছিল। তামিম বলেন, জয়ের জন্য সবাই ক্ষুধার্ত ছিল।

টেস্ট ও টি-টোয়েন্টিতে চেষ্টা সত্ত্বেও ব্যর্থ হওয়ার পর, আমরা ওয়ানডে জিততে চেয়েছিলাম। শুধু আমি নই, দলের অন্য ১৫ জনও জিততে চেয়েছে।

 

তাদের সবার আকাঙ্খার ফলেই এই জয়। অধিনায়ক আরও বলেন, আমাদের মূল একাদশের তিন জন নেই- এটা দলের আত্মবিশ্বাসে প্রভাব ফেলেছিল।

কিন্তু আমাদের দল তাদের অভাব অনুভব করতে দেয়নি। নিজের অধিনায়কত্ব নিয়ে তামিম বলেন, ‘অধিনায়ক হিসেবে আমি এখনও শিখছি।

চেষ্টা করছি বিভিন্ন পরিস্থিতিতে খাপ খাইয়ে নিতে। আমি আত্মবিশ্বাসী। তবে যেদিন মনে করব আমি আমার দায়িত্ব ঠিকঠাক মতো পালন করতে পারছি না, তখনই আমি সরে দাঁড়াব।