এশিয়া কাপের ১৫তম আসরের গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে দলের সঙ্গে ফিরেননি কোচিং স্টাফরা। অনেকেই দুবাই থেকে চলে গেছেন ছুটি কাটাতে।
শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদ্দের বহঙ্কারী বিমানটি অবতরণ করে। শ্রীলঙ্কার কাছে হেরে বাংলাদেশের এশিয়া কাপ মিশন শেষ হয় বৃহস্পতিবার (১ সেপ্টম্বর) রাতেই। এর ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের উদ্দেশে হোটেল ছাড়ে টিম টাইগার্স। এশিয়া কাপ ও বিশ্বকাপকে কেন্দ্র করে নতুন অধিনায়ক, নতুন কোচ দিয়েও ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারেনি বাংলাদেশ।
আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে হেরে মাত্র তিন দিনেই শেষ টাইগারদের এশিয়া কাপ। দেশে ফিরে সপ্তাহখানেক ছুটিতে পাচ্ছে টিম টাইগার্স। ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, শ্রীরামের তত্ত্বাবধানেই ১২ সেপ্টেম্বর থেকে ক্যাম্প শুরু করবে টাইগাররা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।