পেশাদার লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নিয়েই ঘরোয়া ফুটবলে নতুন কিছুরই ইঙ্গিত দিয়েছেন কাজী মোহাম্মদ সালাউদ্দিন। ফিরছে আবারও কোটি টাকার সুপার কাপ।

শনিবার লিগ কমিটির সভা শেষে বাফুফে সভাপতির কথাতে মিলেছে সেই ইঙ্গিত, ‘আমরা এক কোটি টাকার সুপার কাপ করার চেষ্টা করছি। ওটা করার সিদ্ধান্তে এসেছি। মনে হয়, ওটা হয়ে যাবে। বড় বাজেট। আমি আনুষ্ঠানিক ঘোষণা দিচ্ছি না। তবে এক জায়গা থেকে নিশ্চিতকরণ বার্তা পেয়েছি। ওটা নিশ্চিত হলে তখন আরেকটা সংবাদ সম্মেলন করে ঘোষণা দেব।’

আরোও পড়ুন:

বিএনপি জ্বালাও পোড়াও রাজনীতি শুরু করেছে: সমাজকল্যাণ মন্ত্রী

সম্পদ বিক্রি নিয়ে বার্সাকে সতর্ক করলেন পিএসজি’র প্রেসিডেন্ট

মধুখালীতে গ্রীলকেটে বসত বাড়িতে দুর্ধর্ষ চুরি

বাফুফে সভাপতির চেয়ারে বসার প্রথম মেয়াদে কোটি টাকার সুপার কাপ আয়োজন করে হইচই ফেলে দিয়েছিলেন সালাউদ্দিন। ২০০৯, ২০১১ এবং ২০১৩ সালে আয়োজন করার পর আর আলোর মুখ দেখেনি আলোচিত এই টুর্নামেন্ট।