চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথেই দেশে ফেরেন দুই তারকা পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। চোটের কারণেই শ্রীলংকার বিপক্ষে হোম সিরিজে খেলা হয়নি তাদের।

এবার মাঠে ফেরার লড়াইয়ে তাসকিন-শরিফুল। আগামী ১৬ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজে নেই দুইজন। তবে সীমিত ওভারের সিরিজকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি জোরদার করছেন তারা।

চোট থেকে ফিরে নেটে বোলিং করে যাওয়া শরিফুল জানান, আজ আমি বোলিং শুরু করেছি। ৬০-৭০ শতাংশ তীব্রতা নিয়ে ছয় ওভারের মতো বল করেছি। আশা করছি এক সপ্তাহ কিংবা তার একটু বেশি সময়ের মধ্যে আমি ভালোভাবে বোলিং করতে পারব।

কাঁধের চোট কাটিয়ে অনুশীলনে ফেরা তাসকিন বলেন, একদিন চার ওভার করে বল করছি আমি, পরের দিন করছি আট ওভার। ফিজিওর নির্দেশনা মেনে চলছি, যেন সাদা বলের সিরিজের জন্য পুরোপুরি প্রস্তুতি নিতে পারি।

দেশের গতিময় এই পেসার আরও বলেন, এখন আমি কোনো ব্যথা অনুভব করছি না। ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই আমি আশা করছি পুরো রিদম ফিরে পাব।

প্রসঙ্গত, ২, ৩ ও ৭ জুলাই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ ডমিনিকা আর শেষ ম্যাচ হবে গায়ানায়। এরপর সেখানেই ১০, ১৩ ও ১৬ জুলাই হবে তিনটি ওয়ানডে।