টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে টানা চার জয়ে ২০২৩ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করল বাংলাদেশ।

আবুধাবিতে বাঁচা-মরার লড়াইয়ে থাইল্যান্ডের বিপক্ষে জয়ের মধ্যদিয়ে বিশ্বকাপে নিজেদের জায়গা পাকাপোক্ত করল বাঘিনীরা। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেটে হারিয়ে বাংলাদেশ নারী দল সংগ্রহ করে ১১৩ রান। এই লক্ষ্যকে তাড়া করতে নেমে ১০২ রানেই গুটিয়ে যায় থাইল্যান্ড নারী দল। বাংলাদেশ দলের ওপেনার শামীমা সুলতানা ১৭ বল খেলে করেন ১১ রান।

এছাড়াও আরেক ওপেনার মুর্শিদা করেন ৩৫ বলে ২৬ রান।থাইল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৫১ বলে ৬৪ রান করেন ওপেনার নাট্টাকান চানথাম। এই জয়ের ফলে আগামী বছর অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেন টাইগ্রেসরা।