Walton-BSJA Sports Carnival-2022 is about to start

স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) সদস্যদের নিয়ে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস কার্নিভাল-২০২২’। আগামীকাল বৃহস্পতিবার শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে টেবিল টেনিস দিয়ে আসরের উদ্বোধন হবে। আজ মঙ্গলবার পেশাদার ক্রীড়া সাংবাদিকদের ইনডোর স্পোর্টস কার্নিভালের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসব জানানো হয়।

এবারের আসরে থাকছে ৭টি ডিসিপ্লিন- টিটি, ক্যারম, দাবা, সাঁতার, শ্যুটিং, আর্চারি, কলব্রিজ। টেবিল টেনিস ও ক্যারমের জন্য একক ইভেন্টের পাশাপাশি দ্বৈত ইভেন্টও থাকছে। প্রতি ইভেন্টের চ্যাম্পিয়ন, রানার্সআপ ও তৃতীয় স্থান অধিকারীর জন্য থাকছে ট্রফি এবং আর্থিক পুরস্কার। সকল ইভেন্টের স্কোরের ভিত্তিতে সেরা খেলোয়াড়কে ‘দ্য বেস্ট’ ট্রফি পুরস্কার দেয়া হবে।

আগামী ৩০ জুন ২০২২ইং টেবিল টেনিস ডিসিপ্লিন দিয়ে ‘ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস কার্নিভাল’ উদ্বোধন হবে। সপ্তাহ ব্যাপী গেমসের আরচ্যারি ও শ্যুাটিং অনুষ্ঠিত হবে হকি স্টেডিয়ামে এবং সাতাঁর অনুষ্ঠিত হবে আইভি রহমান সুইমিংপুলে। ক্যারম, দাবা ও কলব্রীজ অনুষ্ঠিত হবে বিএসজেএ’র নিজস্ব কার্যালয়ে (বঙ্গবন্ধু স্টেডিয়ামস্থ আইভি রহমান সুইমিংপুলের বিপরীত পাশে)। সকল ডিসিপ্লিনই স্বাস্থ্য বিধি অনুসরণ করে পরিচালিত হবে।