বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট উইংয়ে যোগ দিতে যাচ্ছেন ওয়াসিম জাফর। জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, তরুণ খেলোয়াড় ও বোর্ডের হাই পারফরম্যান্স সেন্টারের সঙ্গে কাজ করবেন সাবেক এই ভারতীয় ক্রিকেটার।
ক্রিকইনফো বলছে, অনূর্ধ্ব-১৯ দলের ছেলেদের সঙ্গে কাজ করবেন তাদের ব্যাটিং দক্ষতা ও প্রয়োজনীয় উন্নতির লক্ষ্যে।
২০১৯ সালে মিরপুরে বিসিবির অ্যাকাডেমিতে ব্যাটিং কনসালট্যান্ট ছিলেন ওয়াসিম। দেশটির বয়সভিত্তিক অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে কাজ করেছিলেন তিনি। এছাড়া মূল দলের সঙ্গেও কনসালট্যান্টের ভূমিকায় ছিলেন। ২০১৮-১৯ মৌসুমে আবাহনী লিমিটেডের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগও খেলেছিলেন।
ভারতের এই সাবেক ব্যাটসম্যান ২০১৯ থেকে ২০২১ সালের আইপিএলে পাঞ্জাব কিংসের ব্যাটিং কোচ ছিলেন। দুই দশকেরও বেশি সময় ধরে ক্রিকেট ক্যারিয়ার ছিল ওয়াসিমের। ২০২০ সালের মার্চে খেলোয়াড় হিসেবে অবসর নেওয়ার পর উত্তরখণ্ডের প্রধান কোচ হন। অ্যাসোসিয়েশনের সঙ্গে বনিবনা না হওয়ায় পরে পদত্যাগ করেন।
৪৪ বছর বয়সী ওয়াসিম সবশেষ ওড়িশা সিনিয়র পুরুষ দলের প্রধান কোচ হন। ২০২১ সালের জুলাইয়ে ওড়িশা ক্রিকেট অ্যাসোসিয়েশন তার সঙ্গে দুই বছরের চুক্তি করেছিল।
রঞ্জি ট্রফির ইতিহাসে সবচেয়ে বেশি ১৫৬ ম্যাচ খেলেছেন। একমাত্র ব্যাটসম্যান হিসেবে এক মৌসুমে দুইবার এক হাজার রানের মাইলফলক ছোঁন।
ভারতের হয়ে ৩১ টেস্টে ১৯৪৪ রান করেছেন, খেলেছেন ২ ওয়ানডে। ভারতীয় প্রথম শ্রেণির ক্রিকেটে পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন, রান ১৯৪১০।এছাড়া ভারতের ঘরোয়া ক্রিকেটে উত্তরাখণ্ডের হেড কোচ হিসেবেও দায়িত্ব নিয়েছিলেন। তবে রাজ্য অ্যাসোসিয়শনের সঙ্গে মতানৈক্যের কারণে সেই দায়িত্ব ছেড়ে দেন জাফর। গত বছর জুলাইয়ে ওড়িশার হেড কোচ হিসেবে চুক্তিবদ্ধ হন তিনি।
ভারতের হয়ে ৩১টি টেস্ট খেলেছেন জাফর। পাঁচটি সেঞ্চুরিসহ ৩৪.১০ গড়ে করেছেন ১৯৪৪ রান। ওয়ানডেতেও সুযোগ পেয়েছিলেন দুটি ম্যাচে। তবে আন্তর্জাতিক ক্যারিয়ার বড় হয়নি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।