ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে হেরে বাংলাদেশ দল অস্বস্তিতে ছিল। কিন্তু পছন্দের ফরম্যাট ওয়ানডে ফিরেই জয়ে ফিরলো বাংলাদেশ। রোববার দিবাগত রাতে গায়ানাতে প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়েছে টাইগাররা। এমন জয় স্বস্তি দিচ্ছে বাংলাদেশ দলকে।
ম্যাচ শেষে অধিনায়ক তামিম ইকবাল তেমনটাই জানিয়েছেন, ‘আমি আগেই বলেছিলাম লুজিং ইজ নট ফান (হারা আসলে মজার বিষয় নয়)। ম্যাচ জিতলে পরিবেশটা ভালো থাকে। ড্রেসিং রুমের অবস্থাটাও ভালো থাকে। ওই দিক থেকে আমরা খুবই সন্তুষ্ট যে প্রথম ম্যাচটা জিততে পারলাম।
ওয়েস্ট ইন্ডিজ দলের প্রশংসা করে তামিম বলেন, ‘তারা ভালো দল। লড়াকু দল। সেটা তারা প্রমাণ করেছে টেস্টে আর টি-টোয়েন্টিতে। টিম মিটিংয়ে আমি বলেছি যে, দেখেন আমি ওয়ানডে অধিনায়ক বলে সবকিছু চেঞ্জ হয়ে যাবে কিংবা আমরা ওয়ানডেতে ভালো খেলি বলে সব চেঞ্জ হয়ে যাবে তা না। টি-টোয়েন্টিতে যে অধিনায়ক ছিল, টেস্টে যে অধিনায়ক ছিল, যারা প্লেয়ার ছিল খেলেছে, তারা সবাই তাদের সাধ্যমতো চেষ্টা করেছে ভালো করার। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা ভালো খেলতে পারিনি। ওয়ানডে সিরিজে আমরা ভালো শুরু করতে পেরেছি, এটা আসলে আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’
বাংলাদেশ সময় রোববার রাতে গায়ানাতে মেহেদী হাসান মিরাজ ও শরিফুল ইসলামের বোলিংয়ে ভর করে আগে ব্যাট করতে নামা উইন্ডিজকে ৯ উইকেটে ১৪৯ রানের বেশি করতে দেয়নি বাংলাদেশ। এরপর মাহমুদউল্লাহ রিয়াদ (৪১*), নাজমুল হোসেন শান্ত (৩৭), তামিম ইকবাল (৩৩) ও নুরুল হাসান সোহানের (২০*) ব্যাটে ভর করে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ এবং সিরিজে এগিয়ে যায় ১-০ ব্যবধানে।
বল হাতে শরিফুল ৮ ওভার বল করে ১ মেডেনসহ ৩৪ রান দিয়ে ৪টি উইকেট নেন। আর মিরাজ ৯ ওভার বল করে ২ মেডেনসহ ৩৬ রান দিয়ে নেন ৩টি উইকেট। ম্যাচসেরাও হন তিনি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।