আবারও ন্যু ক্যাম্পে বার্সেলোনার জার্সি গায়ে লিওনেল মেসির পায়ের কারিকুরি দেখার আশায় বুক বেঁধেছিলেন ভক্ত-সমর্থকরা। গত কয়েকদিনে বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা এবং কোচ জাভি হার্নান্দেজের কথার সূত্রেই ফুলে-ফেঁপে ওঠে এই আশার বেলুন। তবে এবার সেই আশায় আপাতত কিছুটা বাধ দিতে বললেন জাভি নিজেই।
মেসিকে বার্সায় ফিরিয়ে আনতে ক্লাব কর্তৃপক্ষকে চাপ দিচ্ছেন জাভি, এমন খবর প্রকাশের পরদিনই মেসি ইস্যুতে ফের মুখ খুললেন বার্সা কোচ, এখনই মেসিকে বার্সেলোনায় ফিরিয়ে আনার ব্যাপারে কথা বলা অবান্তর। সে পিএসজির চুক্তিভুক্ত খেলোয়াড়, তাই এটা অসম্ভব। আমরা ভবিষ্যতে এই বিষয়টি দেখব। পরক্ষণেই অবশ্য ফের বার্সা সমর্থকদের আশা বাণীর শুনিয়েছেন জাভি, লাপোর্তা এরই মধ্যে বলেছেন, মেসির বার্সা অধ্যায় এখনো শেষ হয়নি।
পিএসজির সঙ্গে মেসির চুক্তির মেয়াদ আগামী জুন পর্যন্ত। তার আগে আর্জেন্টাইন মহাতারকার ন্যু ক্যাম্পে ফেরার কোনো সম্ভাবনা নেই বলে আগেই জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম দিয়ারিও স্পোর্ট।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।