রংপুর-বরিশাল ম্যাচে আম্পায়ারের সঙ্গে অসদাচরণের কারণে জরিমানার মুখে পড়েছেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান ও রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। এর সঙ্গে আনামুল হক বিজয়কেও জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) বিপিএলে রংপুর রাইডার্সের বিপক্ষে খেলা থামিয়ে মাঠে ঢুকে আম্পায়ারদের সঙ্গে বিতণ্ডায় জড়ান ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব।
মাঠে থেকে একই কাজ করেন রংপুরের দলনেতা সোহান। এর ফলে বিসিবির ২ দশমিক ৪ অনুচ্ছেদ অনুযায়ী নিয়ম ভাঙায় দুজনকেই শাস্তি দিয়ে জরিমানা করা হয়েছে। এ ছাড়া আউট হয়ে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদ করায় আনামুল হক বিজয়ও শাস্তির আওতায় এসেছেন।
তিনজনকেই ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। জানা গেছে, খেলা শেষে ম্যাচ রেফারির পাঠানো সিওসি ফর্মে (কোড অব কনডাক্ট ভঙ্গের ফর্ম) স্বীকারোক্তিমূলক সই করায় খুব বড় শাস্তি পেতে হয়নি কাউকে।
মাঠের আম্পায়ারদের সঙ্গে কথা বলে দুই অধিনায়ককেই জরিমানা করেছেন ম্যাচ রেফারি আখতার আহমেদ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।