বিশ্বকাপ বাছাইপর্ব থেকেই দুর্দান্ত খেলেছে ব্রাজিল। নজরকাড়া পারফরম্যান্স দেখিয়েছেন দলটির পোস্টার বয় নেইমারও। সাধারণত সদা হাস্যোজ্জ্বল খেলোয়াড় হিসেবেই পরিচিত এই সুপারস্টার।

তবে সদ্য সমাপ্ত কোপা আমেরিকার ফাইনালে ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরে কেঁদেছিলেন নেইমার। এরপর নতুন এক ‘অদ্ভুত’ হেয়ার কাট নিয়ে হাজির হয়েছেন তিনি।

নতুন লুকে এসেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের শিকার হয়েছেন এই ফরোয়ার্ড। নেইমার বরাবরই আমুদে জীবন যাপন পছন্দ করেন। এর আগে অনেকবারই অভিনব সব চুলের ছাঁট নিয়ে হাজির হয়েছিলেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার। সবশেষ সোনালী বিনুনির চুলের ছাঁটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধরা দিয়েছেন তিনি।