টি-টোয়েন্টি ইতিহাসে প্রথম, দলের ১১ জনই বোলার!
দলের প্রয়োজনে কখনো স্বাভাবিকের চেয়ে বেশিসংখ্যক বোলারদের ব্যবহার করেন অধিনায়করা। সাধারণত ম্যাচে ৫-৬ জন নিয়মিত বোলার থাকেন, সাথে প্রয়োজনের সময় খণ্ডকালীন বোলাররাও হাত ঘোরালে এই সংখ্যাটা ৭, ৮ কিংবা ৯-এ গিয়েও ঠেকে। কিন্তু কখনো কি স্বীকৃত ক্রিকেটে দলের ১১ ক্রিকেটারের সবাইকেই বল করতে দেখেছেন? এমন বিচিত্র ঘটনার দেখা মিলেছে ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুশতাক […]