পবিত্র ঈদুল ফিতরের দিন চার জেলায় ৫ জন খুন হয়েছেন। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, বগুড়ায় একজন করে এবং কিশোরগঞ্জে দুজন খুন হয়েছেন।

এছাড়া সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে নেত্রকোনায় তিনজন, বগুড়ায় তিনজন, দিনাজপুরে একজন, বরিশালে একজন, যশোরে একজন, মাদারীপুরে একজন, গাজীপুরে একজন, ফরিদপুরে একজন, মেহেরপুরে একজন ও কুড়িগ্রামে একজন রয়েছেন।

শনিবার পৃথক পৃথক সময়ে এসব ঘটনা ঘটে।

খুন

প্রতিনিধিদের পাঠানো খবরে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সরকারি খাস জমির দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫০ জন। শনিবার সন্ধ্যায় খাগালিয়া গ্রামের নতুন বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নরসিংদীর রায়পুরায় প্রতিপক্ষের ছোড়া গুলিতে একজন নিহত হয়েছে। সন্ধ্যায় দুর্গম চরাঞ্চল নিলক্ষায় এই ঘটনা ঘটে।

কিশোরগঞ্জের হোসেনপুরে দু’পক্ষের সংঘর্ষে নিহত হয়েছে এক মুসল্লি। আহত অর্ধশতাধিক। সকালে বীরকাটিহারি এলাকার একটি ঈদগাহে এ ঘটনা ঘটে।

এছাড়া কিশোরগঞ্জের ইটনার গোয়ারা এলাকায় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের বল্লমের আঘাতে এক যুবক নিহত হয়েছেন।
বগুড়ার নন্দীগ্রামে কবরের মাটি সরানো নিয়ে প্রতিপক্ষের হামলায় এক যুবককে খুন করা হয়েছে।

দুর্ঘটনা

এদিকে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে নেত্রকোনার কলমাকান্দায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও তিনজন। দুপুর দেড়টার দিকে খারনৈ ইউনিয়নের সীমান্ত সড়কের বৌবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বগুড়ার নন্দীগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের কাথম বেড়াগাড়ি এলাকায় মোটরসাইকেলের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে দুজন নিহত হন। অন্যদিকে বিকাল ৫টার দিকে কাথম মোড়ে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বুলবুল নামের একজন নিহত হন।

বরিশাল নগরীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী পুলিশের এক এসআই নিহত হয়েছেন। এসময় তার সঙ্গে থাকা আরেকজন আহত হন। বিকালে বরিশাল-ঝালকাঠি সড়কের গ্রামীণ চক্ষু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ছোট বোনকে মোটরসাইকেলে বসিয়ে দিনাজপুরের নবাবগঞ্জ আশুড়ার বিলে কাঠের সেতু দেখতে যাচ্ছিলেন মাসুদ রানা (২১)। গরিবপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মাসুদ। এ ঘটনায় তার বোনসহ তিনজন আহত হয়েছেন। দুপুর ১২টার দিকে বিরামপুর-নবাবগঞ্জ আঞ্চলিক সড়কের গরিবপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

যশোরের বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় আল আমিন (২০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। উপজেলার চাড়াভিটা এলাকায় যশোর-নড়াইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুরের কালীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় কাজী সিয়াম (২৪) নামের অপর এক মোটরসাইকেলের আরোহীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরও দুজন। বিকালে উপজেলার কালীগঞ্জ-দোলান বাজার সড়কের পৈলানপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাদারীপুরের শিবচর উপজেলার দ্বিতীয়খণ্ড ইউনিয়নের জিনারগেট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নাজমুল হাওলাদার (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হন। এ ঘটনায় তার দুই বন্ধু আহত হয়েছেন।

ফরিদপুরের ভাঙ্গায় ঈদের দিনে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে জুবায়ের হোসেন (২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সন্ধ্যা ৬টার দিকে ভাঙ্গা এক্সপ্রেসওয়ের গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মেহেরপুরের গাংনী উপজেলার বাওট গ্রামে মোটরসাইকেলের ধাক্কায় সাদিয়া আক্তার ইতি (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বিকাল পৌনে ৫টার দিকে শিশুটি বাড়ির সামনে রাস্তা পার হতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

এছাড়া ঈদে ঘুরতে গিয়ে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মো. সহবান (১৫) নামের এক নবম শ্রেণীর স্কুলছাত্র নিহত হয়েছে। শনিবার রাত ১০টার দিকে রংপুর-কুড়িগ্রাম সড়কের ছিনাই বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।