ভারতের সিকিমে একটি সেনাবাহিনীর ট্রাক খাদে পড়ে তিন কর্মকর্তা ও ১৩ জন সেনাসদস্য নিহত হয়েছেন। সেনাবাহিনীর বিবৃতির বরাত দিয়ে আজ শুক্রবার এক প্রতিবেদেনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, আজ উত্তর সিকিমের কাছে একটি খাড়া ঢালে সেনাবাহিনীর ট্রাক উল্টে গেছে। এ দুর্ঘটনায় তিনজন সেনা কর্মকর্তাসহ ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত চারজন। গাড়িটি আজ সকালে চাটেন থেকে থাঙ্গুর দিকে যাচ্ছিল। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তিনটি যানবাহনের একটি কনভয় ছিল এটি। জেমামুখী রাস্তার এক স্থানে কঠিন মোড় নেওয়ার সময় একটি ট্রাক পিছলে নিচে পড়ে যায়।

তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। চারজন সেনাকে আহত অবস্থায় হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়েছে।
এ দুর্ঘটনায় শোক প্রকাশ করে টুইট করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।