আফ্রিকার দেশ কঙ্গোতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ৬০ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে নারী-শিশুও রয়েছে। দ্রুতগামী ট্রেনটি লাইনচ্যুত হয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে দেশটির কর্তৃপক্ষ গতকাল শনিবার (১২ মার্চ) গণমাধ্যমকে এ তথ্য জানায়।

জানা গেছে, কঙ্গোর লুলাবা প্রদেশে গত শুক্রবার (১১ জানুয়ারি) গভীর রাতে ওই ভয়াবহ ট্রেন দুর্ঘটনাটি ঘটে। প্রাদেশিক কর্মকর্তা জেয়ান সেরগা লুমু গণমাধ্যমকে জানান, ট্রেন দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই স্বজনরা ৭ যাত্রীর লাশ শনাক্ত করে বাড়ি নিয়ে গেছেন। আরও ৫৩ জনের লাশ দুর্ঘটনাস্থলে পড়েছিল।

এ ঘটনায় অসংখ্য যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে লুবুডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রেনটি মুয়েনেডিতো শহর থেকে লুবুমবাশি যাচ্ছিল

 

 

কলমকথা/ বিথী