সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন থামছেই না। ভিসির পদত্যাগ দাবিতে টানা ৩দিন ধরে শনিবারও অনশনরত আছেন শিক্ষার্থীরা।
এরসাথে শিক্ষার্থীদের একটি দল শনিবার (২২ জানুয়ারি) বিকেল ৩টার দিকে প্রতীকী লাশ নিয়ে ও গায়ে কাফনের কাপড় পড়ে ভিসির পদত্যাগের দাবি জানাচ্ছেন।
ভিসির বাসভবনের সামনে তারা কিছুক্ষণ অবস্থান করে সেই প্রতীকী লাশ কাঁধে নিয়ে ক্যাম্পাসে মিছিল করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলছেন, এমন নির্লজ্জ ভিসি চাই না। অনশনে থাকা ২৪ জন শিক্ষার্থী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তবুও ভিসি চেয়ার ছাড়ছেন না।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।