‘মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে টেলিফোন করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি এ ইস্যুতে প্রকৃত তথ্য জানিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যানসহ সংশ্লিষ্টদেরও চিঠি দিয়েছেন তিনি। আমাদের দূতাবাসের মাধ্যমে বিভিন্ন স্তরে যোগাযোগ রক্ষা করছি। আমাদের মন্ত্রণালয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে মানবাধিকার সেল গঠনের চিন্তা করছি। যাতে এ বিষয়গুলো আমরা আরও গুরুত্ব সহকারে বিবেচনা করতে পারি।’

পররাষ্ট্র সচিব

র‍্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে জাতিসংঘের তত্ত্বাবধানে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার সেল গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘মানবাধিকার পরিস্থিতি নিয়ে সত্য তথ্য তুলে ধরার চেষ্টা করছি আমরা। যুক্তরাষ্ট্রের মন্ত্রীদের সঙ্গে সরাসরি বৈঠকের চেষ্টা চালানো হচ্ছে। সেখানকার মিশনও এটা নিয়ে কাজ করছে।

র‍্যাবের নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর আলাপ হয়েছে। তিনি (ড. এ কে আব্দুল মোমেন) যুক্তরাষ্ট্রের সিনেটরদের এ বিষয়ে চিঠিও দিচ্ছেন।’

পররাষ্ট্র সচিব বলেন, ‘মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে টেলিফোন করেছিলেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি এ ইস্যুতে প্রকৃত তথ্য জানিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যানসহ সংশ্লিষ্টদেরও চিঠি দিয়েছেন তিনি। আমাদের দূতাবাসের মাধ্যমে বিভিন্ন স্তরে যোগাযোগ রক্ষা করছি।

‘আমাদের মন্ত্রণালয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে মানবাধিকার সেল গঠনের চিন্তা করছি। যাতে এ বিষয়গুলো আমরা আরও গুরুত্ব সহকারে বিবেচনা করতে পারি।’

মাসুদ বিন মোমেন বলেন, ‘অনেক ক্ষেত্রেই দেখা গেছে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি যেভাবে উপস্থাপন করা হয়েছে প্রকৃত ক্ষেত্রে ঘটনা তেমন নয়। এ ক্ষেত্রে সবাইকে প্রকৃত সত্য জানার চেষ্টা করতে বলেছি। যারা মানবাধিকার নিয়ে কাজ করেন, তাদেরও জানাচ্ছি। মানবাধিকার ইস্যুতে আমাদের যেসব প্রাপ্তি আছে সেগুলোও তাদের জানানো হচ্ছে। এক্ষেত্রে লবিস্ট ফার্ম নিয়োগ করতে হলে সেটাও করব।’

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে গত বছরের ১০ ডিসেম্বর র‍্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে পৃথকভাবে এ নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট (রাজস্ব বিভাগ) ও পররাষ্ট্র দপ্তর।