ঢাকায় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ৩৬তম এশিয়া ও প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বাকবিতণ্ডা হয়েছে।
শুক্রবার (১১ মার্চ) সম্মেলনের শেষদিনে জাপান ইউক্রেনে হামলার প্রতিবাদ জানালে এর বিরোধীতা করে রাশিয়া ও চীন।
শুক্রবার বিকালে সাংবাদিকদের ব্রিফিংকালে কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক এ কথা জানান।
তিনি বলেন, নির্ধারিত এজেন্ডার আলোচনা শেষে জাপান ইউক্রেনে হামলার প্রতিবাদ জানালে এর বিরোধীতা করে রাশিয়া ও চীন।
পরবর্তীতে সম্মেলনে ফ্লোর নিয়ে রাশিয়ার প্রতিনিধি বলেন, এটা খাদ্য ও কৃষি সিকিউরিটির সম্মেলন, এখানে যুদ্ধের বিষয়ে আলোচনা করা ঠিক নয়। এর জন্য জাতিসংঘের আলাদা সিকিউরিটি কমিশন আছে সেখানে আলোচনা হবে।
কৃষিমন্ত্রী বলেন, এসময় চীনের প্রতিনিধিও জাপানের এমন বক্তব্যের জন্য প্রতিবাদ করেন।
ব্রিফিংয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, খাদ্যসচিব মোছাম্মৎ নাজমানারা খানুম, কৃষি সচিব মো. সায়েদুল ইসলাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।