ইউক্রেনের প্রতি সংহতি জানিয়ে ঢাকায় ব্রিটিশ হাইকমিশন ইউক্রেনের জাতীয় পতাকা উত্তোলন করেছে। ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন আজ রবিবার এক টুইট বার্তায় এ কথা জানিয়েছেন।
রবার্ট চ্যাটার্টন ডিকসন ব্রিটিশ হাইকমিশনে ইউক্রেনের পতাকার ছবিও প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, বিনা উসকানিতে রাশিয়ার অবৈধ আ্গ্রাসনের বিরূদ্ধে সংহতি জানিয়ে আজ সকালে ঢাকায় ব্রিটিশ হাইকমিশন ইউক্রেনের পতাকা উত্তোলন করেছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।