দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলজুড়ে নিরাপদ পানি সংকট তীব্র আকার ধারণ করেছে। ফলে সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট অঞ্চলের কমপক্ষে ৪০ লাখ মানুষ পুকুরের পানি ও নদীর লোনা পানি খেয়ে দিন কাটাচ্ছেন।

বিশ্ব পানি দিবস উপলক্ষে মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন সাতক্ষীরার কয়েকটি বেসরকারি সংস্থার কর্মকর্তারা।

তারা বলেছেন, সরকারি হিসাব অনুযায়ী খুলনার ২২ শতাংশ, বাগেরহাটের ১৫ শতাংশ এবং সাতক্ষীরার ১৩ শতাংশ মানুষ খাবার পানির সংকটে রয়েছেন- সরকারিভাবে এমন কথা বলা হলেও বাস্তবে এ চিত্র আরও ভয়াবহ। পানি সংকট নিরসনে সরকারি-বেসরকারি উদ্যোগে উপকূলজুড়ে খাবার পানির জন্য পুকুর খনন, টিউবওয়েল স্থাপন, পন্ডস অ্যান্ড ফিল্টার (পিএসএফ) স্থাপন এবং বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা করা হয়েছে। এতেও এ সংকট দূর হচ্ছে না বলে জানিয়েছেন এলাকাবাসী। গ্রামের নারীরা কয়েক কিলোমিটার দূরে গিয়ে প্রতিদিন পানি সংগ্রহ করার চেষ্টা করছেন।

বেসরকারি সংস্থা লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল বলেন, খাবার পানির এই সংকট দূরীকরণে আরও প্রকল্প হাতে নেওয়া দরকার। বিশেষ করে পুকুর খনন, পিএসএফ স্থাপন, টিউবওয়েল স্থাপন এবং বৃষ্টির পানি সংরক্ষণে আরও বড় বড় প্রকল্প গড়ে তোলা দরকার।