ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে। ময়নাগুড়িতে গুয়াহাটিগামী বিকান এক্সপ্রেসের চারটি বগি লাইনচ্যুত হলে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকাল ৫টার দিকে ময়নাগুড়ির দোমোহানি দিয়ে যাচ্ছিল বিকানের এক্সপ্রেস।
ট্রেনটি ৪০ কিলোমিটার বেগে যাচ্ছিল। হঠাৎ লাইনচ্যুত হয় ট্রেনটির চারটি বগি। তিনটি বগি একেবারে উল্টে যায়। একটি বগির উপর উঠে যায় আরেকটি বগি। এ ঘটনায় অনেক যাত্রী বগির নিচে আটকে পড়েছেন। খবরে বলা হয়েছে, রেল কর্মকর্তারা উদ্ধারকাজ শুরু করেছে। উল্টে যাওয়া বগি কেটে বের করা হচ্ছে যাত্রীদের।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।