রমজান ও ঈদ সামনে রেখে অন্য সময়ের চেয়ে বেশি অর্থ পাঠাচ্ছে প্রবাসী বাংলাদেশিরা। এপ্রিল মাসের প্রথম ১৩ দিনে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে পাঠিয়েছেন প্রায় ৯৩ কোটি ডলার।

এতে দৈনিক গড়ে রেমিট্যান্স আসছে ৭ কোটি ১৩ লাখ ডলার। পুরো মাসে এ ধারা অব্যাহত থাকলে আগের অর্থবছরের একই মাসের তুলনায় রেমিট্যান্স বাড়বে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আগের অর্থবছরের এপ্রিল মাসে মোট ২০৬ কোটি ৭৬ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। ওই মাসে দৈনিক গড় রেমিট্যান্সের পরিমাণ ছিল ৬ কোটি ৮৯ লাখ ডলার।

আর গেল মাসে এসেছে ৬ কোটি ডলার। চলতি অর্থবছরে সার্বিকভাবে রেমিট্যান্স প্রবাহে গতি কম। জুলাই থেকে মার্চ পর্যন্ত ৯ মাসে প্রবাসীরা মোট এক হাজার ৫৩০ কোটি ডলার সমপরিমাণ অর্থ পাঠিয়েছেন।

গত অর্থবছরের একই সময়ে এসেছিল এক হাজার ৮৬০ কোটি ডলার। ফলে রেমিট্যান্স কমেছে ৩৩০ কোটি ডলার বা ১৭ দশমিক ৭৪ শতাংশ। এর আগে ২০২০-২১ অর্থবছরে রেমিট্যান্স ৩৬ দশমিক ১০ শতাংশ বেড়েছিল।