প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আজ মঙ্গলবার আইটিসি মৌর্য হোটেলে দুপুরে তিনি সাক্ষাৎ করতে আসেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক শেষে হোটেলে ফিরে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেন শেখ হাসিনা। আধা ঘণ্টা ধরে তারা নিজেদের মধ্যে আলোচনা করেন।
কূটনৈতিক সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গান্ধী পরিবারের সম্পর্ক ঐতিহাসিক। এ সম্পর্ক রাজনীতির ঊর্ধ্বে। ইন্দিরা গান্ধী থেকে শুরু করে সোনিয়া গান্ধী পর্যন্ত সকলের সঙ্গেই তার ঘনিষ্ঠ পারিবারিক সম্পর্ক রয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।