যুক্তরাষ্ট্র থেকে বঙ্গবন্ধুর খুনিকে ফিরিয়ে আনার বিষয়টি তড়িৎ ফয়সালা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনি মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত পলাতক রাশেদ চৌধুরীকে ফিরিয়ে দিতে রাষ্ট্রদূতের সহযোগিতা চেয়েছি।
তাকে ফিরিয়ে আনতে প্রয়োজনে আরও আলোচনা হবে। এ বিষয়ে আমরা যুক্তরাষ্ট্রকে চিঠি দেব। জবাবে রাষ্ট্রদুত বলেছেন, এটা একটা বার্নিং ইস্যু, এগুলো ত্বরিৎ ফয়সালা করা উচিত। এছাড়া ঢাকায় একজন সাবেক মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাটের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হ্যাসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক।
তিনি বলেন, এই বিষয়টিতে আমাদের সম্পর্কে নেতিবাচক ছায়া পড়ুক সেটা তিনি (পিটার ডি হ্যাস) চান না। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে গত ৫০ বছরে বাংলাদেশের সম্পর্ক যথেষ্ট দৃঢ় হয়েছে এবং আগামীতে আরও জোরদারের বিষয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।