নাসিম আক্তার, বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ চিকিৎসার জন্য ভারতের মুম্বাই গেলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া।চিকিৎসার জন্য আজ সকাল হেলিকপ্টারে করে যশোর আসেন। যশোর থেকে তিনি গাড়িযোগে বেনাপোল বন্দর দিয়ে হরিদাসপুর হয়ে সড়ক পথে দমদম বিমানবন্দর যাবেন।সেখান থেকে বিমানযোগে মুম্বাই পৌঁছাবেন।
ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বীর সফরসঙ্গী হয়েছেন তার দুই মেয়ে ও মেয়ের জামাতা।
 মুম্বাইয়ের একটি হাসপাতাল ভর্তি হবেন বলে জানা গেছে।
ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী সকাল ৮ টার দিকে বেনাপোলে পৌছায়।
এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, শার্শার সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি, নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরান সহ আরও অনেকে।