অবৈধভাবে ভারতীয় জলসীমায় ঢুকে পড়ার অভিযোগে ৩টি মাছ ধরার ট্রলারসহ ৮৮ জন মৎস্যজীবীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর সদস্যরা তাদের আটক করে।
এ সময় জেলেদের কাছ থেকে ভারতীয় উপকূল রক্ষীবাহিনী আনুমানিক ৩৬০ কেজি মাছ উদ্ধার করে। গতকাল বুধবার দুপুরে ওই তিনটি বাংলাদেশি ট্রলারকে মাঝ সমুদ্র থেকে আনা হয় ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে। বর্তমানে ওই তিনটি ট্রলার রয়েছে নামখানার ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে।
এদিন রাতেই ওই ৮৮ জন মৎস্যজীবীকে উপকূল রক্ষীবাহিনীর তরফে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার হাতে তুলে দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার তাদের কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হবে। ভারতীয় কোস্টগার্ডের এক কর্মকর্তা জানান, ‘বঙ্গ ধ্বনি বদ্বীপ’- এর প্রায় ১০ থেকে ১৫ নটিক্যাল মাইল আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইনের অভ্যন্তরে ভারতীয় জলসীমায় অবৈধ ভাবে মাছ ধরতে টাকা ৮৮ জন বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় কোস্টগার্ড।
প্রশাসন সূত্রে জানা গেছে, ওই তিনটি ট্রলারে থাকা ৮৮ জন মৎস্যজীবীর বাড়ি বাংলাদেশের চট্টগ্রাম এলাকায়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।