যশোর ও মাগুরায় ১৯৭১ এ মানবতাবিরোধী অপরাধের দায়ে বাঘারপাড়ার মো. আমজাদ হোসেন মোল্লাসহ চারজনের ফাঁসির আদেশ দিলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলার ৫ আসামির মধ্যে মারা গেছেন একজন। ৩ জন পলাতক।
রোববার (২৫ জুন) রায় ঘোষণার দিন ট্রাইব্যুনালে হাজির করা হয় গ্রেফতার আমজাদ হোসেনকে। ১৯৭১ সালে যশোর ও মাগুরায় স্বাধীনতাকামীদের আটক, নির্যাতন, হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের চারটি অভিযোগই প্রমাণিত হয়েছে তাদের বিরুদ্ধে।
গেল বুধবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির ট্রাইব্যুনাল রায়ের জন্য আজকের দিন ধার্য করেন। মামলার আসামিরা হলেন, আমজাদ হোসেন মোল্লা, ওহাব মোল্লা, মাহতাব বিশ্বাস, ফসিয়ার রহমান মোল্লা ও মো.নওশের বিশ্বাস। এদের মধ্যে নওশের বিশ্বাস মারা গেছেন। বাকি ৩ জন পলাতক।
এ মামলায় আসামিদের বিরুদ্ধে ২০১৬ সালের ৪ এপ্রিল এ মামলার তদন্ত শুরু হয়, এরপর ২০১৮ সালের ১৬ এপ্রিল শেষ হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।