কুমিল্লার চৌদ্দগ্রামে দেলোয়ার হোসেন নামে এক যুবককে কুপিয়ে রামদা হাতে নিয়ে লুঙ্গিড্যান্স করে উল্লাস করেছে। রামদা হাতে তাদের নাচানাচির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এ ঘটনার পর মেহেদী হাসান নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তিনি উজিরপুর ইউনিয়নের কোমারডোগা গ্রামের মনির হোসেনের ছেলে। সোমবার রাতে তাকে আটক করা হয়।
চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা গণমাধ্যমকে জানান, মেহেদী মাদক ব্যবসা ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত। এসব কাজে বাধা দেয়ায় দেলোয়ার হোসেন নামের এক ব্যবসায়ীকে গত ১৭ মে কুপিয়ে গুরুতর আহত করার পরে মেহেদীর রামদা হাতে নিয়ে গানের তালেতালে উল্লাস করার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
ভিডিওতে দেখা যায়, মেহেদী একটি রামদা নিয়ে গানের তালে তালে নাচ করছিল। এসময় তার সঙ্গে একই গ্রামের সিরাজ মিয়ার ছেলে রাসেল মিয়াও ছিল। হামলার ঘটনায় ব্যবসায়ীর স্ত্রী বাদী হয়ে সাতজনের নামে মামলা করেন। ভিডিও দেখে মঙ্গলবার দুপুরে পুলিশ ঘটনায় জড়িত মেহেদি হাসান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।