সাভারে ভয়াবহ রানা প্লাজা ভবন ধসের ৯ বছর উপলক্ষে দুর্ঘটনায় দায়ীদের বিচার দাবিতে শনিবার বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠন।
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন সন্ধ্যায় ধসে পড়া ভবনটির সামনে বিক্ষোভ করে। এ সময় ২৪ এপ্রিলকে শোক দিবস ঘোষণা, শ্রমিক হত্যার বিচার, হতাহত শ্রমিকদের ক্ষতিপূরণ, সুচিকিৎসা, পুনর্বাসন, নিরাপদ কর্মস্থল তৈরি, স্মৃতিস্তম্ভ নির্মাণ এবং ওই ভবনের মালিক সোহেল রানাসহ দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
একই দাবিতে শনিবার সকালে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের উদ্যোগে রানা প্লাজার সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম সুজনের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা ইসলাম হোসেন ঠান্ডু, পারভীন আক্তার, শফিউল আলম, খাদিজা আক্তার, ফাতেমা আক্তার, নুরুজ্জামাল, ইব্রাহিম, এস কে শুভ প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।