বিনা কারণে বিচার ছাড়াই কারাগারে ৬০০ বেশি ফিলিস্তিনিকে আটক রেখেছে ইসরাইল।

২০১৬ সালের পর এটি সর্বোচ্চ আটকের ঘটনা। সোমবার (২ এপ্রিল) ইসরাইলের একটি মানবাধিকার সংস্থা এই তথ্য জানিয়েছে খবর প্রকাশ করেছে আল–জাজিরার।

মানবাধিকার সংস্থা হামোকদ নিয়মিত কারা কর্তৃপক্ষের কাছ থেকে বন্দিদের পরিসংখ্যান সংগ্রহ করে।

সংস্থাটি জানিয়েছে, মে পর্যন্ত ৬০৪ জন প্রশাসনিক বন্দি কারাগারে আছে। তাদের প্রায় সবাই ফিলিস্তিনি। তবে ইহুদিদের বিরুদ্ধে এই ধরনের আটকের ঘটনা তেমন একটা ঘটে না।