ফিলিপাইনের জনবহুল দ্বীপ লুসোনে শক্তিশালী টাইফুনের আঘাতে কমপক্ষে চার উদ্ধারকর্মী প্রাণ হারিয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও একজন।
দেশটির দুর্যোগ সংস্থা জানিয়েছে, রবিবার (২৫ সেপ্টেম্বর) রাতে সুপার টাইফুন টাইফুন ‘নোরু’ আঘাত করার সময় প্রতি ঘণ্টায় এর বাতাসের গতিবেগ ছিল ২৪০ কিলোমিটার (১৪৯ মাইল)।
আরোও পড়ুন:
বিনামূল্যের নতুন পাঠ্যপুস্তক হাতে পাওয়া নিয়ে আশঙ্কা
বিনামূল্যের নতুন পাঠ্যপুস্তক হাতে পাওয়া নিয়ে আশঙ্কা
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, চলতি বছর ফিলিপাইনে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড় হলো নোরু। ঝড়টি স্থানীয় সময় রবিবার রাতে এক কোটি ৩০ লাখ মানুষের আবাসস্থল ম্যানিলা থেকে প্রায় ৮০ কিলোমিটার (৫০ মাইল) উত্তর-পূর্বে আঘাত হানে।
ঘূর্ণিঝড় নোরুর ধ্বংসযজ্ঞ থেকে রেহাই পেতে সরকারি অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। এরই মধ্যে ৭৪ হাজারের বেশি মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। আরও বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ চলছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।