লোডশেডিংয়ের বিড়ম্বনায় সারা দেশ। তীব্র গরমে দিন রাতে কয়েকবার বিদ্যুৎ চলে যাওয়ায় জনজীবন বিপন্ন। সারা দেশেই এই বিদ্যুৎ–সংকট চলছে।

কোথাও কোথায় দিনরাত মিলিয়ে ১১-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। বিদ্যমান পরিস্থিতিতে বিদ্যুৎ খাতের চলমান সংকট উত্তরণে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ সভা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় শুরু হওয়া এ সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রীর জ্বালানি, খনিজ সম্পদ ও বিদ্যুৎ–বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হবেন।

সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এ ছাড়া সভায় বিদ্যুৎ–সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকতে বলা হয়েছে। সভায় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত থাকবেন। চলমান লোডশেডিং পরিস্থিতি নিয়ে সভায় আলোচনা হবে।