ইউক্রেনে বেসামরিক এলাকার একটি অ্যাপার্টমেন্টে রাশিয়ার হামলায় অন্তত তিনজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। আহতদের একজনের অবস্থা গুরুতর। বুধবার পূর্ব দোনেৎস্কের পোকরোভস্ক শহরে এ হামলা চালানো হয়। দেশটির আঞ্চলিক কর্তৃপক্ষের বরাত দিয়ে সিএনএন এ খবর দিয়েছে।
দোনেৎস্ক অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান পাভলো ক্রিলেনঙ্কো বলেছেন, ‘হামলায় চার তলাবিশিষ্ট ভবন এবং একটি স্কুল ধ্বংস হয়েছে।’ টেলিগ্রাম পোস্টে তিনি আরও বলেন, ‘রাশিয়ার হামলায় বিধ্বস্ত ভবনে উদ্ধার অভিযান সমাপ্ত হয়েছে।’
মার্কিন গণমাধ্যমটি জানিয়েছে, দোনেৎস্ক অঞ্চলের সামরিক প্রশাসনের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে এক নারী বলছেন, তাদের অ্যাপার্টমেন্টের কিচেনে (রান্নাঘর) হামলায় তার স্বামী নিহত হয়েছেন।
ইউক্রেনের সামরিক বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে, রাশিয়ান বাহিনী দোনেৎস্ক ও খেরসন উভয় অঞ্চলের বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে অন্তত ২৮ রকেট হামলা চালিয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।