মানি লন্ডারিং মামলায় সোনিয়া গান্ধীকে ইডিতে তলব করার বিরুদ্ধে প্রতিবাদ করায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ। এছাড়া দলটির আরো কয়েকজন শীর্ষ নেতাকে এ সময় নিয়ে যায় পুলিশ। মঙ্গলবার (২৬ জুলাই) ভারতীয় সংবাদ মাধ্যমগুলো একথা জানায়।

এর আগে মঙ্গলবার সকালে ন্যাশনাল হেরাল্ড মানি লন্ডারিং মামলায় দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে নয়া দিল্লির ইডি অফিসে যান সোনিয়া গান্ধী। এ সময় তার সঙ্গে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী ছিলেন।

কর্মকর্তারা জানান, গত জুলাই, ইডি কর্মকর্তারা সোনিয়াকে দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন। কিন্তু করোনার ধকল কাটিয়ে উঠতে না পারায় সে সময় তাকে আর জিজ্ঞাসাবাদ করা হয়নি।

আটক হওয়ার আগে রাহুল গান্ধী বলেন, “ভারত একটি পুলিশি রাষ্ট্র, (প্রধানমন্ত্রী নরেন্দ্র) মোদী একজন রাজা।”

দলীয় বিক্ষোভে রাহুল গান্ধীই নেতৃত্ব দিচ্ছিলেন। তাকে আটকের আগেই অন্যান্যদের আটক করে পুলিশ। পরে তাকেও আটক করা হবে কিনা তা নিয়ে আলোচনার পর বিক্ষোভস্থলে প্রায় নিঃসঙ্গ হয়ে পড়া রাহুলকে আটক করে দিল্লি পুলিশ, জানিয়েছে এনডিটিভি।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস