কানাডার ক্যালগেরিতে ড. খালেদ হাসানের স্মরণে এক দোয়া-মাহফিলের আয়োজন করা হয়েছে। বিএমআইসিসি মসজিদে স্থানীয় সময় রবিবার (২৫ সেপ্টেম্বর) বাদ আসর এটি অনুষ্ঠিত হয়।

দোয়া-মাহফিলে খালেদ হাসানের ছাত্র, বন্ধু এবং ক্যালগেরিতে বসবাসরত বাঙালিরা অংশ নেন। এসময় তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভূতত্ত্ব বিভাগ এবং দুর্যোগ বিজ্ঞান এবং জলবায়ু স্থিতিস্থাপকতা বিভাগের অধ্যাপক ড. খালেদ হাসান গত ১৪ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের অস্টিনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন।

আরোও পড়ুন:

প্রয়াত বিএনপি নেতৃবৃন্দের কবর জিয়ারতের মাধ্যমে রামু উপজেলা কৃষকদলের কার্যক্রমের সূচনা

আসন্ন শারদীয় দুর্গাপূজায় আরও ৬০ টন ইলিশ পেলো ভারত

ড. খালেদ হাসান ১৯৫৬ সালের ৩১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালে তিনি ফৌজদারহাট ক্যাডেট থেকে এইচএসসি পাস করেন। ১৯৮৪ ঢাকা বিশ্ববিদ্যালয় ভূতত্ত্বে এমএসসি শেষ করার পর তিনি ১৯৮৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন।