মিয়ানমারের ইয়াঙ্গুনের কুখ্যাত ইনসেইন কারাগারে বিস্ফোরণে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। স্থানীয় সময় বুধবার (১৯ অক্টোবর) সকালে দুটি পার্সেল বোমা বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিবিসি জানায়, নিহতদের মধ্যে কারাগারের তিনজন কর্মী আর পাঁচজন দর্শনার্থী রয়েছেন। তবে এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি। যেখানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেখান অনেক সেনাসদস্য উপস্থিত রয়েছেন।
ইনসেইন মিয়ানমারের সবচেয়ে বড় কারাগার। এখানে প্রায় ১০ হাজার কারাবন্দী রয়েছেন। যার মধ্যে অধিকাংশই রাজনৈতিক বন্দী। মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, শতাব্দীর প্রাচীন ওই কারাগার বন্দীদের ওপর অমানবিক নির্যাতনের জন্য কুখ্যাত।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।