পবিত্র কাবা ঘরে প্রবেশের বিরল সম্মাননা লাভ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।  

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দীর্ঘ পাঁচ বছর পর বিশেষ প্রতিনিধি দল নিয়ে জেদ্দায় এসে পৌঁছেন এরদোয়ান। এসময় তাঁকে স্বাগত জানান সৌদি বাদশার উপদেষ্টা ও মক্কার গভর্নর প্রিন্স খালিদ আল ফয়সাল।

এরপর আল সালাম রয়েল প্যালেসে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সঙ্গে এরদোয়ানের সৌজন্য সাক্ষাত হয়।

আনুষ্ঠানিক সংবর্ধনা ও নৈশভোজের আয়োজনের পর এরদোয়ান ওমরাহ পালন করেন।আজ শুক্রবার পবিত্র ওমরাহ পালন করেন তুরস্কের প্রতিনিধি দল। এসময় মসজিদুল হারামে শীর্ষ কর্মকর্তারা তুরস্ক ও পাকিস্তানের প্রতিনিধি দলকে শুভেচ্ছা জানান। এরপরই দুই রাষ্ট্রপ্রধানের সম্মানে পবিত্র কাবা ঘরের দরজা উন্মুক্ত করা হয়।