বহু প্রাচীন সাতটি শিল্পকর্ম, যেগুলো ব্রিটিশ আমলে লুট হয়েছিল। শুক্রবার গ্লাসগোতে আয়োজিত একটি অনুষ্ঠানে ব্রিটেনের জাদুঘরের শোভা বৃদ্ধি করা সেই সাতটি শিল্পকর্ম ভারতের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়। ওই শিল্পকর্মগুলোর মধ্যে রয়েছে— ইন্দো-পারসিক তলোয়ার এবং একটি বহুমূল্য পাথর। এর মধ্যে তলোয়ারটি চতুর্দশ শতকের বলে মনে করা হয়। আর পাথরটি বর্তমান কানপুরের একটি মন্দির থেকে চুরি হয়ে গিয়েছিল বলে দাবি।
শিল্পকর্ম হস্তান্তর নিয়ে গত ১৮ মাস ধরে কথাবার্তা চলছিল ভারত ও ব্রিটেনের মধ্যে। শুক্রবার তা সম্পন্ন হল।
জানা গেছে, হস্তান্তর হওয়া ওই সাতটি জিনিসের মধ্যে ছ’টি উনিশ শতকের ভারতের বিভিন্ন মন্দির থেকে চুরি হয়ে গিয়েছিল। বাকি একটি জিনিস চুরির পর তা আবার বেআইনিভাবে বিক্রিও করা হয়েছিল। এই শিল্পকর্মগুলো এত দিন স্কটল্যান্ডের জাদুঘরে রাখা ছিল।
‘গ্লাসগো লাইফ’ নামে একটি দাতব্য সংস্থার উদ্যোগে ভারত ফিরে পেল সেগুলো। সংস্থার প্রধান ডানকান ডরনান বলেন, “অন্য দেশ থেকে চুরি করে শিল্পকর্ম সংশ্লিষ্ট দেশে ফিরিয়ে দেওয়ার কাজ ১৯৯৮ সাল থেকে করছে গ্লাসগো লাইফ।”
চলতি বছরে নাইজেরিয়াকে তাদের দু’টি বেনিন ব্রোঞ্জ ফিরিয়ে দেওয়া হয়েছে। ওই দু’টি বেনিন ব্রোঞ্জ উনিশ শতকে চুরি হয়ে গিয়েছিল নাইজেরিয়া থেকে।
সূত্র: এনডিটিভি
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।