কানাডার সাচকাচুয়ান প্রদেশে ছুরি হামলার ঘটনা নিয়ে কথা বলেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেছেন, এ হামলা ভয়ঙ্কর ও হৃদয়বিদারক।
আরোও পড়ুন: আজ দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী
এবার আনলিমিটেড ডাটা প্যাকেজ আনলো বাংলালিংক
তিনি বলেন, যারা তাদের আপনজনকে হারিয়েছেন এবং যারা আহত, তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। রোববার কানাডার সাসকাচোয়ান প্রদেশে ফার্স্ট নেশন অধ্যুষিত এলাকায় ধারাবাহিক ছুরি হামলায় ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন। সন্দেহভাজন দুই হামলাকারীকে খুঁজছে পুলিশ। শহরের বাসিন্দাদের নিরাপদে থাকতে বলা হয়েছে, পাশাপাশি সন্দেহভাজন কাউকে দেখলে কিংবা বিপদের আশঙ্কা করলে ৯১১-তে ফোন করতে বলা হয়েছে।
রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ সহকারী কমিশনার রোন্ডা ব্ল্যাকমোর এক সংবাদ সম্মেলনে বলেছেন, পুলিশ রোববার জরুরি কলে সাড়া দিয়ে জেমস স্মিথ ক্রি নেশনের আদিবাসী সম্প্রদায় এবং সাসকাচোয়ান প্রদেশের নিকটবর্তী শহর ওয়েলডনে ১০ জনকে নিহত অবস্থায় পেয়েছে।
জাস্টিন ট্রুডোর টুইট
উল্লেখ্য, ২০১৪ সালে এডমন্টনে একজন তার স্ত্রী সহ ৮জনকে হত্যা করে আত্মঘাতী হয়। ১৯৮৯ সালের ডিসেম্বরে এক বন্দুকধারী ১৪ জন পড়ুয়াকে হত্যা করে।
সূত্র: সিএনএন, ডয়চে ভেলে, হিন্দুস্তান টাইমস
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।