মিয়ানমারের রোহিঙ্গা শরাণার্থীদের ভাগাভাগি করে নেওয়া সব দেশেই দায়িত্ব বলে উল্লেখ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব। একই সঙ্গে তিনি দেশটিতে চলা সংকট সমাধানের ওপরও গুরুত্ব আরোপ করেন। রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ জোরালো ভূমিকা না নেওয়ায় দুঃখ প্রকাশ করেন তিনি। খবর ফ্রি মালয়েশিয়া টুডের।

শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৭তম অধিবেশনে মালয়েশিয়ার জাতীয় বিবৃতি দেওয়ার সময় ইয়াকুব এসব কথা বলেন। মিয়ানমারের রাজনৈতিক সংকট রোহিঙ্গা শরণার্থীসহ লাখ লাখ মিয়ানমারের শরণার্থীর পরিস্থিতিকে আরও গুরুতর করে তুলেছে বলে উল্লেখ করেন তিনি।

ইসমাইল সাবরি ইয়াকুব বলেন, মালয়েশিয়া ১৯৫১ সালের কনভেনশন অন দ্য স্ট্যাটাস অব রিফিউজি এবং ১৯৬৭ সালের প্রটোকলের স্বাক্ষরকারী না হলেও মানবিক কারণে প্রায় ২ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে।

তিনি বলেন, মালয়েশিয়া রোহিঙ্গা সংকটের মূল কারণ অনুসন্ধানের জন্য বিশ্বে গুরুত্বের ওপর জোর দেয়। যতদিন মিয়ানমারে সংকট অব্যাহত থাকবে, ততদিন রোহিঙ্গা সমস্যার সমাধান হবে না বলেও মনে করেন ইয়াকুব।