দেশের বিভিন্নি স্থানে আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বুধবার (৭ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সর্বশেষ পুর্বাভাসে এ তথ‌্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। আজ সন্ধ্যার মধ্যে তা তৈরি হতে পারে। যার ফলে আগামী পাঁচ দিনে বাড়তে পারে বৃষ্টিপাত। আর এই লঘুচাপের প্রভাব থাকবে ভারতের তামিলনাড়ু ও অন্ধ্র প্রদেশে।

আরোও পড়ুন: রিমেকে নাম লেখাচ্ছেন বলিউড কিং শাহরুখ

মধুখালীতে ৪র্থশ্রেণীর শিক্ষার্থী আড়াই মাস নিখোঁজ

ভারতের প্রধানমন্ত্রীকে পদ্মা সেতু দেখার আমন্ত্রণ শেখ হাসিনার

তিনি জানান, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

এছাড়া, সারা দেশে দিনের তাপমাত্রা বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।