নানাভাবে মানুষের সঙ্গে মিশতে পারার জন্য বেশ খ্যাতি আছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বানার্জির। মঙ্গলবার (১২ জুলাই) তাকে দার্জিলিংয়ের শিশুদের এবং একজন বাংলাদেশি পর্যটককে ‘ফুচকা’ বানিয়ে পরিবেশন করতে দেখা গেছে।
দার্জিলিংয়ের জনপ্রিয় একটি হিল রিসোর্টে ঘটে যাওয়া এ ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। ভিডিওতে দেখা গেছে, মুখ্যমন্ত্রী সেখানকার একটি স্টল থেকে উপস্থিত লোকজনকে ফুচকা বানিয়ে পরিবেশন করছিলেন।
তখন রিসোর্টে একজন বাংলাদেশি পর্যটককে দেখে তিনি তাকেও ফুসকা বানিয়ে খাওয়ান। স্টলের নারীদের সঙ্গে আলাপকালে তিনি জানতে পারেন, বাংলাদেশ থেকে একজন দার্জিলিংয়ে বেড়াতে এসেছেন।
‘ও বাংলাদেশ থেকে এসেছে, আমার অতিথি, ওকে ফুচকা দাও, আমি পয়সা দিয়ে দিচ্ছি’, মমতাকে বলতে শোনা যায় ওই ভিডিওতে। এরপর মমতা ফুসকা বানিয়ে ওই পর্যটককে পরিবেশন করেন ভিডিওতে প্লেট হতে বাচ্চাদেরও দেখা যায়। মমতা যখন ফুসকা পরিবেশন করেছিলেন, স্থানীয়রা তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ছবি তুলতে থাকেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।