নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর উপকূলের বঙ্গোপসাগরে কয়লাবোঝাই ‘সজল তন্ময়-২’ নামে একটি লাইটার জাহাজ ডুবির ঘটনায় নিখোঁজ ১১ জন ক্রুকে জীবিত উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় তাদের উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেন কোস্টগার্ড চট্টগ্রাম পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট এম আব্দুর রউফ। তিনি জানান, ডুবে যাওয়া জাহাজের আশেপাশের অন্য লাইটারেজ জাহাজের সহায়তায় তাদের উদ্ধার করা হয়েছে।
তারা সবাই সুস্থ আছেন। এরআগে, বঙ্গোপসাগরের নোয়াখালীর ভাসানচর উপকূলে জাহাজটি ডুবে নিখোঁজ হন ১১ জন ক্রু। কোস্টগার্ড কর্মকর্তা বলছেন, জাহাজটি সকাল ৭টা থেকে ৮টার মধ্যে ডুবেছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।